National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি-সংগৃহিত

ড.ইউনুস-হিলারী বন্ধুত্বপুর্ন সম্পর্ক অনুপ্রেরনার উৎস ও আরেকটি তাজমহল গড়ার মত : ম,ম,বাসেত

  ।।বিকে ডেস্ক্।  শনিবার | সেপ্টেম্বর ২, ২০২৩ | ০৬:১৩ পিএম

 “(humorous-both are public figure and i am fan of them)

ফিচার:

চমৎকার ছবি ও ‍জুটি-দুজনকেই সুন্দর লাগছে। বাঁ দিকের জন নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের নাগরিক ড.মুহাম্মদ ইউনুস এবং ডান দিকের জন মার্কির্ন যুক্তরাস্ট্রের সাবেক পররাস্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটন। দুজনই অর্থ,সম্পদ.ক্ষমতা,প্রভাব ও অন্তরের দিক থেকে শক্তিশালী ও সমৃদ্ধশালী। তারা দুজন পরস্পরের বন্ধু এবং তাদের এ বন্ধুত্ব ও ভালবাসার সম্পর্ক অনেক গভীর। বাংলাদেশে একটি গুন্জন রয়েছে- ড.ইউনুসের পক্ষে বিশ্ব বরেন্য ব্যক্তিদের সাম্প্রতিক বিবৃতিটির আয়োজক/ অর্গানাইজার হিলারী ক্লিনটন। যদি এটা সত্য হয়-তাহলে ড,ইউনুসের জন্যে মেডাম হিলারীর অবদান ইতিহাসে চির স্মরনীয় হয়ে থাকবে। প্রত্যাশা থাকবে-তাদের এ বন্ধুত্বপুর্ন সম্পর্ক আমৃত্যু এবং এমনকি পরকালেও অটুট থাকবে।তারা দুজন এ স্মুতি সংরক্ষনের উদ্দেশে দ্বিতীয় তাজমহল গড়ে তুললে তা হবে অন্যদের জন্যে অনুপ্রেরনার উতস।

বাংলা ভাষায় একটি জনপ্রিয় গান রয়েছে

there is a famous bengali song

আসুন সবাই কন্ঠ মিলাই

*কে প্রথম কাছে এসেছে-তুমি না আমি”

who came first to whom-you or me

https://www.youtube.com/watch?v=-X14V6cRXy8

*আরেকটি বাংলা গান আছে তাজমহল নিয়ে

there is an another bengali song on TAJMOHOL

https://www.youtube.com/watch?v=QWr7Fw0Ns6c

(ফিচার : মানবিক আবেদনধর্মী সরস রচনা। গতানুগতিক সংবাদ থেকে ভিন্ন, তথ্যবহুল, ভিন্নধর্মী লেখনশৈলীবিশিষ্ট প্রতিবেদনকে ফিচার বলা হয়। ফিচার যেকোনো একটি নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তির ওপর আলোকপাত করার মাধ্যমে পাঠককে ঐ ঘটনা বা ব্যক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ করে দেয়)।

-ম,ম,বাসেত”

সিনিয়র সাংবাদিক,

বাংলাদেশ