National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ইমেজ-প্রতিকী অর্থে ব্যবহৃত ও সংগৃহীত

মুক্তাঙ্গন : জামায়াত এখন আর বাংলাদেশে কোন নির্বাচনেই অংশগ্রহন করতে পারবে না - ম,ম,বাসেত

  রবিবার | নভেম্বর ১৯, ২০২৩ | ০৮:১৮ পিএম

(ক)http://bangalirkhobor.com/home/news_details?nid=6927...

(খ)http://bangalirkhobor.com/home/bkteam

জামায়াত এখন আর বাংলাদেশে কোন নির্বাচনেই অংশগ্রহন করতে পারবে না

-ম,ম,বাসেত

।। মো:মাহবুবুল বাসেত।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে এর আগে হাইকোর্টের প্রদত্ত রায় আজ দেশের সর্ব্বোচ্চ আদালত সুপ্রীম কোটের্র আপীল বিভাগ বহাল রাখায় জামায়াত এখন শুধূ জাতীয় সংসদের নির্বাচনই নয়-বাংলাদেশের আর কোন নির্বাচনেও এই নামে অংশগ্রহন করতে পারবে না।তবে,এই নামে সাধারন রাজনৈতিক কার্যত্রুম চালাতে তাদের কোন আইনগত বাধা নেই।

কিন্তু,যেহেতু জনমত গঠন করে ”নির্বাচনের মাধ্যমে” তারা সরকার পরিবর্তন করতে পারবেনা বা সরকারে যেতে পারবেনা সেহেতু সরকার তাদেরকে রাজনৈতিক কর্যত্রুম চালাতে দেবে কিনা সেটা সরকারের ব্যাপার।কারন,এ দেশে একটা প্রচলিত কথা রয়েছে:রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। অতীতে এই সরকারী দলের নেতা/নেত্রীদের সাথেও জামায়াতের ”গভীর রাজনৈতিক সখ্যতা ও ভালবাসা “ ছিল।তাদের এখন “বিপদে-আপদে, আন্দোলন-সংগ্রামে বিএনপির সাথে”বি টীম “ হিসাবেও কাজ করার সুযোগ রয়েছে। বিএনপির এখন “বিশেষ কাজে বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত জনশক্তির” খুবই প্রয়োজন।

আমি অন্যান্য বীটের সাথে আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি,সিপিবি, জামায়াত ফ্রীডম পাটি , ৫ দলীয় জোট,নির্বাচন কমিশন,সংসদ ও সুপ্রীম কোর্টের বীট কভার করা সাংবাদিক বিধায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে গভীর পেশাগত সুসম্পর্ক ছিল এবং আছে এবং সে কারনে আমি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এই উপসংহারে উপনীত হতে পারি যে-”democracy and politics means-understanding and accommodation and every politician should think positive and do positive.।

রাজনীতিতে IGO-র কোন স্থান নেই-যদি সে রাজনীতি হয় দেশ ও জনগনের জন্যে।আমরা জানিনা-আমাদের জাতীয় নেতৃবৃন্দ রাজনীতিকে কি কারনে পেশা হিসাবে বেছে নিয়েছেন?

জামায়াতের উত্তেজনা

ঢাকা উত্তর শাখার উত্তেজনা