https://www.facebook.com/photo?fbid=2104523716273797&set=a.176729222386599
ধন্যবাদ ফেইসবুককে
পুরনো স্মৃতি মনে
করিয়ে দেযায়
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
আমি প্রায়ই লিখি,
শেখ হাসিনার কাছ থেকে আমি
রাজনীতিতে দীক্ষাপ্রাপ্ত।
তিনি কোন কথার প্রেক্ষিতে কি বলবেন
কোন ঘটনার প্রেক্ষিতে কি ঘটাবেন
কোন কর্মসুচীর প্রেক্ষিতে কি কর্মসূচি দেবেন-
ইত্যাদি বিষয়ে আমিই অগ্রিম বলে দিতে পারবো।
পরবর্তী মেয়াদে তার ও তার দলের অবস্হা কি হবে-
তা আমি এখন বলবো না বা ইতমধ্যেই বুজতে দিলেও-
তার পুনরাবৃত্তি “এই মুহুর্তে”
” আর করবো না-আপাতত
বুজে নিতে হবে।
আসুন,গান শুনি--ভাল লাগবে
*সব কথা বলেনা হৃদয়....
https://www.youtube.com/watch?v=ynq9ms93z2o
-ম,ম,বাসেত
(নাগরিক ও ভোটার)