চার দশকে মার্কিন থাবায় তিন
ক্ষমতাধর ব্যাক্তি কুপোকাত
(ক)নরিয়েগা
(খ)লাদেন
(গ)জাওয়াহিরি
অর্ধ শতাব্দীর ইতিহাস বিশ্লেষন করলে
”মার্কিন থাবাকে”(PAW)
চার ভাগে ভাগ করা যায়-
*রাজনেতিক থাবা
*অর্থেনৈতিক থাবা
*সামরিক থাবা
*ব্যাক্তিগত বা শারিরীক থাবা
এখানে থাবা (PAW) শব্দটি ব্যবহার করা হয়েছে-
রাজনেতিক কারনে-যার অর্থ হবে:
” জবরদস্তিমুলকভাবে বা জোর করে
কাউকে তুলে নেয়া”।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং “থাবা “ শবদটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।বাংলাদেশে-জাতীয় সংসদের নির্বাচন ৭ জানুয়ারী । পাকিস্তানের জাতীূয় পরিষদের নির্বাচন-৮ জানুয়ারী।ভারতের লোক সভার নির্বাচন - এপ্রিল / মে মাসে।
ফলে প্রম্ন উঠাটাই স্বাভাবিক-
নির্বাচনের আগে বা পরে এই উপমহাদেশের তিনটি দেশের কোনটিতে কি কোন ধরনের মার্কিন থাবার আশংকা রয়েছে(?)-থাকলে কোন দেশে?
পাকিস্তানের সাাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গনতাত্রিক প্রত্রিুয়ায় ইতমধ্যেই “ রাজনৈতিক থাবায় “ কুপোকাত / ধরাশায়ী।
প্রসঙ্গ:
(ক)নরিয়েগা:
১-https://bn.wikipedia.org/.../মান...
২-https://roar.media/bangla/main/world/manuel-noriega
(খ)লাদেন:
১-https://banglanews24.com/international/news/bd/38555.details
২-https://www.bbc.com/bengali/news-39789389...
(গ)জাওয়াহিরি:
১-https://www.prothomalo.com/world/asia/29drfnkooo...
২-https://bangla.thedailystar.net/.../আল...
৩-https://www.google.com/search...
-ম,ম,বাসেত
( রাজনৈতিক বিশ্লেষক)
AS A NATION:
*we shall overcome
https://www.youtube.com/watch?v=MM5_XvpFsvU
*আমরা করবো জয়
https://www.youtube.com/watch?v=olcT6Qxy2M4
( youtube-এর সৌজন্যে )