( স্যাটায়ার )
একটি বিশেষ ঘোষনা:
প্রধান নির্বাচন কমিশনার *আওয়ামীলীগ-বিএনপির মধ্যকার বিরোধকে
*খোদায়ী গজব* হিসাবে বিবেচনায় নিলে নির্বাচন পেছানো সম্ভব:মমব
সারা দেশে ইতমধ্যেই সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে-এ সব ঘটনা একটি দলের নিজেদের লোকজনের মধ্যেই ঘটছে।
এমতাবস্হায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সংবিধানের ১‘২৩(৪) অনুচ্ছেদে প্রদত্ত *বিশেষ সাংবিধানিক ক্ষমতা* প্রয়োগ করে নির্বাচন বন্ধ করে পরবর্তী নব্বই দিনের মধ্যে নতুন করে নির্বাচনী তফশিল ঘোষনার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্হা করতে পারেন।
তবে ,তাকে এই কাজটি করার জন্যে *আওয়ামীলীগ ও বিএনপির মধ্যকার রাজনৈতিক ঝগড়াটাকে ”এক্ট অফ গড-দৈব দুবিপাক ( খোদায়ী গজব ) “হিসাবে বিবেচনায় নিতে হবে।
কিন্তু,প্রম্ন হচ্ছে-তিনি কি দৈব দুর্বিপাক বা খোদায়ী গজব নাজিল / সৃস্টি করার বা বন্ধ করার ক্ষমতা রাখেন?যদি রাখেন বলে মনে করেন -তাহলে একমাত্র তিনিই এখন নির্বাচন পিছিয়ে দিতে পারেন-আর কেউ নয়।এই কাজে তিনি ছাড়া *নির্বাচন কমিশনেরও* কোন ক্ষমতা নেই।সাংবিধানিক ক্ষমতা আছে একমাত্র *সিইসি-র*।
সংবিধানের ১২৩ (৪ )অনুচ্ছেদ:
”(৪) সংসদ ভাঙ্গিয়া যাওয়া ব্যতীত অন্য কোন কারণে সংসদের কোন সদস্যপদ শূন্য হইলে পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে 3[:
***-তবে শর্ত থাকে যে, যদি **প্রধান নির্বাচন কমিশনারের মতে**, কোন *দৈব-দূর্বিপাকের* কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে।”
আর একটা সুযোগ আছে প্রধানমন্ত্রী পদত্যাগ করে রাস্ট্রপতিকে সংসদ ভেঙ্গে দিতে বললে-হয়তো নির্বাচন পেছানোর সুযোগ সৃন্টি হতে পারে। কিন্তু নির্বাচনকালীন সরকার প্রধান কে থাকবেন?বিএনপি কি শেখ হাসিনাকে মেনে নেবেন?
ব্যাখ্যা :
*এক্ট অফ গড-এর রাজনৈতিক -ধর্মীয় পরিভাষা হচ্ছে-*খোদায়ী গজব*।
*আভিধানিক অর্থ হচ্ছে--যে ঘটনা বা ঘটনাবলীর জন্যে কাউকে দায়বদ্ধ করা যায় না
ম,ম,বাসেত
( ভোটার)