(ক)https://www.youtube.com/watch?v=ZCjH6-44tRo
(খ)https://www.youtube.com/watch?v=G16J7S-nwi4
পুরনো সেই দিনের কখা
সেকি ভোলা যায়?
বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে
১৯৮৯ সালের ২ অক্টোবর
দুই দিনের এক সফরে
বাংলাদেশে আসেন।
তার এই সফরের মুল (গোপন) উদ্দেশ্য ছিল-
জযপুর হাটের এক গ্রামে বসবাসকারী মজিবুর রহমান
নামের এক পীরের সাথে দেখা করা।
আমি তখন দেশের শীর্স একটি বাংলা দেনিকে
অন্যান্য বীটের সাথে সিনিয়র রিপোর্টার হিসাবে
ডিপলোমেটিক করেসপনডেন্ট হিসাবেও কাজ করি।
যতদুর মনে পড়ছে-আজকের গনভবনেই তিনি
থাকলেন এবং ঢাকা ত্যাগের আগে এই ভবনেই
প্রেসিডেন্ট এরশাদ সহ যৌথ সাংবাদিক সম্মেলনে
তিনিও বক্তব্য রাখেন-চমতকার সহজ ও বোধগম্য
ইংরেজীতে ।
তিনি সবসময় সেলোয়ার কামিজ পরতেন।
তখনো তার পরনে ছিল সেলোয়ার কামিজ,গলায় ও বুকে ছিল সাদা রংয়ের ওড়না-মাথায় লাগানো ছিল যার একটি অংশ।
গলায় ছিল স্বর্নের নেকলেস এবং গলার ডান পাশে ছিল একটি কালো তিল-
এক কথায় চমতকার লাগছিল বেনজির ভুট্টোকে তখনো।
আজ তার ছোট কন্যা ( ওপরের ছবিতে বা দিকে) বিবি আসিফা বেনজিরকে দেখে অবিকল
মায়ের মতই মনে হচ্ছে এবং পোষাকও একই রকমের প্রায়। বেনজির ভুট্টোর গায়ের রং ছিল ফর্সা বা
দুধে আলতা মিশানো রংয়ের মত-আর আসিফার গায়ের রং তার বাবার মত শ্যামলা-
পার্থক্য শুধূ এ টকুই।
বেনজির ভুট্টো ও আসিফা-দুজনই বাইরে পড়ালেখা করেছেন। বেনজির সম্ভব গ্রাজুয়েশন শেষ করতে পারেননি-
বাবা জুলফিকার আলী ভুট্টোকে ফাসিতে ঝুলিয়ে হত্যা করার কারনে তাকে দেশে চলে আসতে হয়েছিল। আসিফা(৩১) গ্রাজুয়েশনও কমপ্লিট করেছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বেনজির ভুট্টোর নির্বাচনে অংশগ্রহন ঠেকানোর জন্যে আইন সংশোধন করে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা
গ্রাজুয়েশন করতে চাইলেও পরে তা আর করতে পারেননি-এ বিষয়ে তখনই আমার লেখা একটি আইটেম ছিল।
আজ পাকিস্তানের ফাস্ট লেডি বিবি আসিফা বেনজিরকে দেখে মা বেনজির ভুট্টোর অবিকল কপি মনে হচ্ছ -
শুভ কামনা থাকলো বিবি আসিফার প্রতি।
ম.ম.বাসেত
( সাবেক ডিপ্লোমেটিক করেসপনডেন্ট ও
জন্ম সুত্রে পাকিস্তানের সাবেক নাগরিক)
**https://www.youtube.com/watch?v=DgI3fjtTLds
**https://bangla.thedailystar.net/.../south-asia/news-566556