বাজেট প্রতিত্রিুয়া:
আহ-হা।
কাজূ বাদাম আমার খু্ব প্রিয়।
আমি নিয়মিত কাজুবাদাম খাই-
সরকার আবার এটা টের পেল কিভাবে?
কে জানাল এটা?
ডিএফআই?
এনএসআই?
ডিবি ?
প্রায় আট লাখ হাজার কোটি টাকার মধ্যে ( কাগুজে হিসাব)
প্রায় তিন লাখ হাজার কোটি টাকাই ( কাগুজে হিসাব)
( কাছাকাছি) ঘাটতি?
আহ-হা্-সাংবাদিক হিসাবে
একটানা ২৭/২৮টা বাজেট কভার করেছি-
এত বিপুল অংকয়ের ঘাটতির ( প্রকৃত হিসাবের)
বাজেট দেখিনি এবং এর আগে কখনো
এ সব কথা লিখিনি বা লিখতে হয়নি।
আহ-হা
আমার চেয়ে একটানা এত বেশী বাজেট
কভার করা সাংবাদিক এ দেশে
আর কে আছে?
*হিসাব মিলে না
https://www.youtube.com/watch?v=caE5JjPAoVk
( ইউটিউব-র সৌজন্যে)