এই ব্যর্থতা কার?
-ম,ম,বাসেত
০০০০০০০০০০০০০০০০০০০
।। মো: মাহবুবুল বাসেত ।।
বিচার প্রশাসন ভেঙ্গে পড়েছে।
এই হল আইন মন্ত্রীর সফলতা-
তার মুখ থেকেই শুনুন তাঁর
সফলতার কথা( নীচের লিংক) ।
বিচারের বানী এখন আর
নিরবে-নিভৃতেও কাঁদতে
পারছেনা।
বাকও রুদ্ধ।
ছি-আইন মন্ত্রী
এই ব্যর্থতা কার?
এই ব্যর্থতা আপনার।
এই ব্যর্থতা আপনাদের সরকারের।
এই ব্যর্থতা প্রধানমন্ত্রীর-কারন
এটি তার সরকার।
এই ব্যর্থতা “বাংলাদেশের প্রধান বিচারপতির”।
কারন ,বিচার প্রশাসন তার হাতে ন্যস্ত।
এই ব্যর্থতা রাস্ট্রপতির
কারন ,তিনি আইন বিভাগে কর্মরত ছিলেন।
এই ব্যর্থতা স্পীকারেরও
কারন, তিনি আইনের ছাত্র।
আমি আইনেরও ছাত্র হলেও
এ ব্যর্থতার সাথে আমার কোন দায়-দায়িত্ব নেই।
আমি সংসদে আইনমন্ত্রীর প্রদত্ত তথ্যে সংক্ষুব্দ।
আমি আমার অবস্হান থেকে আমার দায়িত্ব পালন করছি।
ম,ম,বাসেত
( আইনের শাসনে
বিশ্বাসী নাগরিক)
*https://bangalirkhobor.com/home/news_details?nid=10101...