শেখ হাসিনাকে দেখতে মন চায়- ক্ষমতায় না থাকলে কেমন লাগে
-ম,ম,বাসেত
।। মো:মাহবুবুল বাসেত ।।
আহারে,কতদিন শেখ হাসিনাকে দেখিনা। আমি একমাসেরও বেশী সময় ঢাকার বাহিরে ব্যস্ত ছিলাম।
বিদায়ের সময় দেখতে পাইনি।তাই, দেখতে মন চায়। টেলিফোন নাম্বারওতো নেই।
দুই নেত্রীর সাথেই আমার অনেক পেশাগত স্মৃতি রয়েছে।
আন্দোলনের মুখে একজন সরকার বা রাস্ট্রপ্রধানের পদত্যাগ বা বিদায়কে রাজনৈতিক পরিভাষায বলা হয়- ”
ক্যাপিটাল পানিসমেন্ট বা সর্ব্বোচ্চ শাস্তি”।
এরপর আর তার বিরুদ্ধেও কারো কোন ত্রেুাধ বা ক্ষোভ থাকা উচিত নয়-অপরাধের শাস্তি হবে আইনগত প্রত্রিুয়ায়।
রাজনীতিতে প্রতিশোধের কোন সুযোগ নেই-কারন, জনগন চাইলে দুদিন পরেই তিনি বা তার দল আবার ক্ষমতায় চলে আসতে পারেন।
তাই,যারা প্রতিশোধ নেবেন তারা তখন আবার প্রতিশোধের শিকার হবেন।
এই দেশে আন্দোলনের মুখে সরকারের পতন এটা নতুন নয়। এরশাদের পতন এবং খালেদা জিয়ার পতনও ভয়াবহ
আন্দোলনের মুখে দুইবার হয়েছে। এই দেশে ৯৬ ঘন্টার হরতাল বেগম জিয়ার সরকারের প্রথম দফার পতনের
আগেই হয়েছে এবং রমজানের মধ্যে।
এরশাদের পতনের পরও রাস্ট্র সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছিল।
২য় বার মঈন উদ্দিন-ফখরুদ্দিনের সময নেয়া হয়েছিল্। তাদের কিছু সংস্কারের সুফল ভোগ করেছিলেন শেখ হাসিনা ১৫ বছর যাবত।
কিন্তু ,সব ইনস্টিটিউশন নস্ট কর দিয়েছে তার সরকার।
জনগন /আমি /আমরা চাইলে তার দল আবার ক্ষমতায় আসবে।
কিন্তু,অনুশোচনা বা শোধরানোর মানসিকতা কি আছে/ থাকবে?
মন্তব্য:
আসলে আমাদের রাজনীতিবিদরাই খারাপ/ নস্টের মুল-
ঘুরে ফিরে সবাই “ অপকর্মে এক ও অভিন্ন”-অতীত
অভিজ্ঞতা তাই বলে এবং
মন্দেরও ভাল নয়-মন্দের চেয়েও মন্দ।।
লেখক পরিচিতি:
**https://bangalirkhobor.com/home/bkteam...