এসো হে বৈশাখ, এসো, এসো—
বাংলার, বাঙালীর চিরন্তনী আহবান, নতুন বছরে নতুন বর্ষবরণে এ শ্বাশত সুর টানে সবাইকে
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
এসো হে বৈশাখ, এসো, এসো।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা