National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: বিকে

মে দিবসের শুভেচ্ছা

  ।।বিকে ডেস্ক।।   বুধবার | মে ১, ২০২৪ | ১০:৩০ এএম

আজ মহান মে দিবস|

সকলেই জানেন দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। এতে অর্ধশতাধিক শ্রমিক হতাহত হন। এ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এর তিন বছর পর ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনকে ‘মে দিবস’ পালনের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশে মে দিবসে এবার দিবসের প্রতিপাদ্য– ‘শ্রমিক মালিক গড়ব দেশ; স্মার্ট হবে বাংলাদেশ’।

প্রতিটি শ্রমজীবী মানুষের শ্রমে আসুক প্রগতি, এই কামনায় বাঙ্গালীর খবর ডট কম পরিবারের পক্ষ থেকে সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা ।

মোঃ মাহবুবুল বাসেত
সম্পাদক

**নাম তাঁর জন হেনরী