মহামতি গৌতম বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন।
সমাজে শান্তি প্রতিষ্ঠায় ‘অহিংস পরম ধর্ম’ বুদ্ধের এই অমিয় বাণী আজও সমভাবে প্রযোজ্য|
আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ, যুদ্ধ-বিগ্রহ, ধর্ম-বর্ণ-জাতিগত হানাহানি রোধসহ সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শন বয়ে আনুক শান্তি ও সম্প্রীতি।
সব্বে সত্তা সুখিতা হোন্তু -জগতের সকল প্রানী সুখী হোক- দুঃখ হতে মুক্তি লাভ করুক।
শুভ "বুদ্ধ পূর্ণিমা" তিথিতে সবাইকে শুভেচছা।
মাহবুবুল বাসেত
সম্পাদক
বাঙ্গালীর খবর.কম