National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: প্রতীকি অর্থে

৮২ হাজার কর্মী নেবে ইতালি সরকার

  ।।বিকে ডেস্ক।।  রবিবার | জানুয়ারি ২৯, ২০২৩ | ০১:৩৩ এএম

বাংলাদেশ, ভারত, শ্রীলংকাসহ ৩৩টি দেশ থেকে ২০২৩ সালে সিজনাল ও নন-সিজনাল এই দুই ধরনেরই লোক নেবে ইতালি। চলতি বছরে ৮২ হাজার ৭০৫ জন কর্মী নিতে একটি গেজেট প্রকাশ করেছে ইতালির সরকার।

আগামী ২৭ মার্চ থেকে ওয়ার্ক পারমিট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। শনিবার ইউরোপিয়ান সংবাদমাধ্যম দ্য লোকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে ৪৪ হাজার এবং স্থায়ী স্পন্সর ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেয়া হবে। সরকারি ওই ডিক্রি অনুযায়ী, কৃষি, সড়কের যান তৈরি, নির্মাণ, টুরিজম-হোটেল, মেকানিকস, টেলিকমিউনিকেশন্স, ফুড, শিপবিল্ডিং সেক্টরে লোক নেবে ইতালি। এছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আর্টিস্ট, ব্যবসা শুরু করতে চাওয়া ব্যক্তিরা ইতালির ভিসা নিতে পারবে।

গেজেট অনুযায়ী কর্মী নেয়ার তালিকায় আরও যেসব দেশ রয়েছে- আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভেদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, গুয়েতেমালা, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, রিপাবলিক অব নর্থ মেসেডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেন।

এর আগে, ২০০১ সালে ৩০ হাজার লোককে ওয়ার্ক পারমিট দেয় ইতালি সরকার। এরপর ২০২২ সালে এই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ৭০০ জন। এবার ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭০৫ জন।