National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: প্রতিকী অর্থে

দক্ষিণ কোরিয়ায় কর্মী নিয়োগে নিবন্ধন শুরু, সুযোগ পাবেন ৭৫০০

  ।।বিকে রিপোর্টিং।।   বুধবার | ফেব্রুয়ারি ২২, ২০২৩ | ০৯:২৭ পিএম

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী নিয়োগে অনলাইন নিবন্ধন বা রেজিস্ট্রেশনের সময়সূচি ঘোষণা করেছে।

আজ বুধবার ২২ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহীরা।

গত ১৬ ফেব্রুয়ারি বোয়েসেল নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোরীয় ভাষা পারদর্শী বাংলাদেশিদের ইপিএসের (এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম) আওতায় কর্মী নেবে কোরিয়া।

বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইপিএসের আওতায় ই-৯ ভিসায় স্বল্প খরচে উচ্চ বেতনে 3D(dirty, difficult, dangerous) কাজে দক্ষিণ কোরিয়া যেতে চাইলে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন আবশ্যক। চলতি বছরের নির্ধারিত কোটা পূরণের লক্ষ্যে কোরীয় ভাষায় পারদর্শীদের চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত ।

ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন বলেছেন, চলতি বছর প্রায় ৭ হাজার ৫০০ বাংলাদেশি দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। এ ছাড়া অতিরিক্ত আরও ৫ হাজার কর্মীকে কৃষি ভিসায় পাঠাতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ চলছে।

কর্মনিষ্ঠা, সততা ও নিয়মানুবর্তিতার কারণে বাংলাদেশের কর্মীরা এখন দক্ষিণ কোরিয়াতে জনপ্রিয়তার শীর্ষে। তাই দেশটিতে বাংলাদেশের কর্মীদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। গত বছরগুলোতে লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ ছিল। বর্তমানে লটারির পাশাপাশি শুধু কোরিয়ান ভাষা জানা থাকলে নামমাত্র খরচে লটারি ছাড়াই কোরিয়ান ভাষায় পরীক্ষা দিয়ে দেশটিতে যেতে পারবেন।

দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে কর্মী নিয়োগের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০০৮ সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ সরকার।

দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় (ভাষা পারদর্শী) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ সংক্রান্ত ১ম পর্বের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।