National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত বিবিসি

যুক্তরাষ্ট্রের স্কুলে আবারও বন্দুক হামলা, নিহত ৩

  ।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।  মঙ্গলবার | ডিসেম্বর ১৭, ২০২৪ | ১১:০৩ এএম

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার ১৬ ডিসেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বন্দুকধারী ওই স্কুলের শিক্ষার্থী ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এসব তথ্য জানিয়েছে।সোমবার(স্থানীয় সময়) দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

ম্যাডিসন পুলিশ বিভাগ জানিয়েছে, অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০। তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।

শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, বন্দুকধারী ওই স্কুলেরই একজন ছাত্র। সে হ্যান্ডগান ব্যবহার করে হামলা চালায়। ঘটনাস্থলে আসার পর পুলিশ কর্মকর্তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে চলতি বছর স্কুলে ৩২২টি গুলির ঘটনা ঘটেছে। গতবছর যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৩৪৯ গুলির ঘটনা ঘটেছিল।