National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: ফাইল ফটো

আগামী বছর হজের প্রাক-নিবন্ধন শুরু

  ।।বিকে রিপোর্ট।।  সোমবার | আগস্ট ১২, ২০২৪ | ০৯:০৯ পিএম

আগামী বছরের অর্থাৎ  ২০২৫ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে সোমবার ১২ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের সহকারী সচিব (ওমরাহ শাখা) তফিকুল ইসলাম বলেন, আজ থেকে ৩০ হাজার টাকা ফি দিয়ে প্রাক নিবন্ধন সারা যাচ্ছে।

সোমবার ১২ আগস্ট বিকেলে তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই হজের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে রবিবার ১১ আগস্ট  ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট অনুষ্ঠিত, আগামী বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করতে পারবেন।

তবে আগামী বছর হজের জন্য কত খরচ হবে তা এখনও নির্ধারণ হয়নি। ধর্ম মন্ত্রণালয় ও হাব বেসরকারি ও সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করবে।

এর আগে ২০২৫ সালে কোন দেশ থেকে কতজন হজ পালন করতে যেতে পারবেন সে তালিকা প্রকাশ করেছে সৌদি আরব।

আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে পারবেন বলে জানা গেছে।