National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

আমরাও ব্যবসা করি, সেটা হলো ভোটের ব্যবসা, রাজনীতির ব্যবসা: পরিকল্পনামন্ত্রী

  ।। বিকে রিপোর্ট।।  বৃহস্পতিবার | আগস্ট ২৪, ২০২৩ | ০৭:০৯ পিএম

আপনারা ব্যবসা করেন। আমরাও ব্যবসা করি, সেটা হলো ভোটের ব্যবসা, রাজনীতির ব্যবসা। পলিসি স্থিতিশীলতা যেমন ব্যবসায়ীদের জন্যও দরকার, আমরা যারা রাজনীতি করি তাদের জন্যও দরকার। দেশকে বাঁচানোর জন্য উচ্চ লক্ষ্য অর্জন করার জন্য আমাদের দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,

বৃহস্পতিবার ২৪ আগস্ট ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের আমাদানি বিকল্প শিল্প: প্রেক্ষিত হালকা-প্রকৌশল খাত’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সমীর সাত্তারের সভাপতিত্বে সেমিনারে শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ ব্যবসায়ী ও উদ্যোক্তারা বক্তব্য দেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমি এখানে সংকীর্ণ রাজনীতি করছি না। আমাদের মধ্যে যদি স্থিতিশীলতা না থাকে, আমরা যদি একে অপরকে আঘাত করি, তাহলে আপনারা (ব্যবসায়ীরা) যেমন ব্যর্থ হবেন, আমরাও ব্যর্থ হব। সঠিক ও সাহসী নেতৃত্বকে কাজে লাগাতে হবে। সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে হবে। ব্যবসায়ীদের শুধু ব্যবসা বাণিজ্যে নয়, রাজনীতিতে অংশীদারত্ব আছে। আগামীতে পায়ে কুড়াল মারার মতো অবস্থা যেন তৈরি না হয়, সেদিকে বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ মান্নান বলেন, সরকার ও ব্যবসায়ীদের মধ্যে কোনো দূরত্ব নেই। হয়তো মধ্যম ও ক্ষুদ্র পর্যায়ে থাকতে পারে। তবে উচ্চপর্যায়ে কোনো দূরত্ব নেই। বর্তমান প্রধানমন্ত্রী সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআইয়ের নেতারা রয়েছেন। এ সরকার আমার ও আপনার সরকার। এর চেয়ে বেশি ব্যবসাবান্ধব সরকার আমি দেখি নাই। সবার সহযোগিতা আমরা এগিয়ে যাব।