National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

সন্ত্রাসীদের প্রমোট করলে বিদেশিদেরও বারোটা বাজবে: পররাষ্ট্রমন্ত্রী

  ।।বিকে রিপোর্ট।।  রবিবার | ডিসেম্বর ২৪, ২০২৩ | ০৩:১২ পিএম

বিদেশিরাও সন্ত্রাসীদের পছন্দ করে না বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় নগরীর জিন্দাবাজার এলাকায় তিনি লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা ভোটে বিশ্বাস করে না তারাই নির্বাচন বানচালে ব্যস্ত। নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা কমেছে। বিদেশিরা বুঝেছে, সন্ত্রাসীদের প্রমোট করলে নিজেদেরও বারোটা বাজবে।সবাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভোটে আসেননি, তাদের সমর্থকরা অদৃশ্য ভোটার হয়ে যান।

আব্দুল মোমেন আরও বলেন, আপনার সরকারকে অপছন্দ হলে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবেন। কিন্তু জ্বালাও-পোড়াও করে, নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না এবং জনগণও মেনে নিবে না।

সিলেট-১ আসনে নৌকার প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  সকালে জিন্দাবাজার এলাকায় নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালান । এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই আসনে পররাষ্ট্রমন্ত্রী ছাড়া আরও চারটি নিবন্ধিত দলের চারজন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে এখন পর্যন্ত প্রচার-প্রচারণায় তাদের তেমন একটা দেখা যায়নি।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ১৮১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।