National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

দেশের মানুষ সাশ্রয়ী হলে অর্থনীতি ভালো থাকবে: অর্থ প্রতিমন্ত্রী

  ।।বিকে রিপোর্ট।।  রবিবার | মার্চ ৩, ২০২৪ | ০৭:১৮ পিএম

দেশের মানুষকে সাশ্রয়ী হতে হবে। যেটা প্রধানমন্ত্রী বলেছেন। আমরা প্রতিটি মানুষ সাশ্রয়ী হলে দেশের মানুষ ভালো থাকবে। অর্থনীতি ভালো থাকবে- বলেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

রবিবার ৩ মার্চ দায়িত্বগ্রহণের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওয়াসিকা আয়শা খান আরও বলেন, যুদ্ধ পরবর্তী বিশ্বে দেশের অর্থনীতি নাজুক আছে। অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকারের ভিশনগুলো ও শেখ হাসিনার নির্দেশ মেনে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করব।

দুর্নীতি মুক্ত শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই মূল চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

তিনি বলেন, দ্রব্যমূল্যের চ্যালেঞ্জ আছে, দুর্নীতির চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে। আমি দায়িত্বটাকে চ্যালেঞ্জ মনে করছি না। সাধ্যমতো কাজ করব।

দেশের খাদ্যপণ্যের ঘাটতি মোকাবিলায় আমদানির জন্য সুযোগ দেওয়া হয়েছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমার অনুভূতি প্রকাশ করা এই মুহূর্তে খুবই কষ্টকর। অনেক কিছু জানার আছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, সচিব মহোদয়রা আছেন, তাদের অভিজ্ঞতা জানাবেন। অনেক কিছু জানার আছে। মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশনা, তার অভিজ্ঞতা, অনেক কিছু জানাবেন, শেখাবেন। সততার সঙ্গে দায়িত্ব পালনে তিনি আশাবাদী বলে জানান।