National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন ৪ নারী উপদেষ্টা

  ।।বিকে রিপোর্ট।।  বৃহস্পতিবার | আগস্ট ৮, ২০২৪ | ১০:৩০ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ৮ আগষ্ট রাত ৯টা ২২ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পরে বাকি উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ১৩ জন শপথবাক্য পাঠ করেন। ঢাকার বাইরে থাকায় ৩ জন উপদেষ্টা পরে শপথ গ্রহণ করবেন।

শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এই সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ৪ জন নারী সদস্য।

মন্ত্রী পদমর্যাদার এই চার উপদেষ্টা হলেন,

১.বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান,

২. বেসরকারি সংস্থা উবিনীগের (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) নির্বাহী পরিচালক ফরিদা আখতার,

৩. গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম এবং

৪. বেসরকারি সংস্থা ব্রতী প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মূখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরের দিন মঙ্গলবার সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় তাতে প্রধান উপদেষ্টা করা হয় ড. মুহাম্মদ ইউনূসকে।