সভ্যতার ত্রুম বিকাশের ধারায় বিদ্যুত এখন ঘরে- ঘরে
লোডশেডিংও চলছে সমান তালে- এবং এখন যত্রতত্র
নিউজ ক্যাপশন:
(১)ওপরের তিনটি ইমেজে রয়েছে নিন্ম বিত্ত ,মধ্যবিত্ত ও উচ্চ বিত্তের এক সময়ের আলো প্রাপ্তির (রাতে) উতস-চেরাগ বা কুপি।
(২)বিয়ে-শাদী,রাতের সভা-সমাবেশ-ওয়াজের এবং হাটে-বাজারে আলো প্রাপ্তির উতস-হ্যাজাক লাইট
(৩)তৃতীয় ধাপে রয়েছে:বাড়ী -ঘরে আলোর উতস হ্যারিকেন-প্রথম দিকে মুলত বিত্তবানদের নাগালেই ছিল এটি
(৪)কলকাতা শহরের বড় বড় রাস্তায় গ্যাস লাইট ঠিক করছেন ততকালীন কারিগর
(৫)১৯০১ সালে এই ভুখন্ডে প্রথম বৈদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়
(৪)ঢাকায় বিদ্যুত আনতে পিতার প্রতিশ্রুতি প্রথম বাস্তবায়নকারী নবাব আহসান উল্লাহ
(৬)বাংলার প্রতিটি ঘরে বিদ্যুত পৌছে দেযার একমাত্র ও প্রথম দাবীদার শেখ হাসিনা।
ঘরে ঘরে লোড শেডিংয়ের ভাগীদারও আবার তিনিই-মানুষের কথা
মন্তব্য:আমি প্রায়ই লিখি-পৃথিবী সাইক্লিক অর্ডারেই ঘুরছে।বলা যায়না-বিরাজমান সভ্যতা একসময় কুপি বা চেরাগের যুগেও ফিরে যেতে পারে। তখন আমরা হযতো থাকবো না।
আসুন না, দোয়া করিি-
আল্লাহ ,তুমি আর মানুষ পয়দা করিও না-আমাদেরকেই পৃিথিবীর লয পর্য়ন্ত রেখে দাও-আমীন।
https://www.youtube.com/watch?v=Jz5lyWXnh2c