সাংবাদিকতা আমার পেশা ও নেশা
আমার কোন টাকা পয়সা নেই।
তারপরও একটা অনলাইন পত্রিকা
দাড় করোনোর চেস্টা করছি।
সেখানে **উন্নয়ন** নামে একটা পাতা থাকছে।
দেশে নাকি উন্নয়নের জোয়ার চলছে।
উন্নয়নের নিউজ চৌখে পড়লেই
পাতাটা ভাসিয়ে দেব নিউজ দিয়ে।
সাংবাদিক হিসাবে আমি দল নিরপেক্ষ-এটা
সবাই জানে।
বিএনপি ও জাতীয় পার্টিও তুলে ধরুক-
তাদের অতীত উন্নয়নের তথ্য চিত্র।
প্রতিশ্রুতি থাকলো শেখ হাসিনার
উন্নয়নের খবরের সাথে তাদের অতীতও থাকবে
-যদি তারা দিতে জানে।
মন্তব্য:আপনারা খোজ খবর নিয়ে জানান-আসলে
উন্নয়নের এই সব তথ্য সঠিক কিনা?
https://www.facebook.com/photo/?fbid=421189533370668&set=a.306579188165037