National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বয়ান

৫২টি উপজেলায় কেউ আর ভুমিহীন-গৃহহীন নাই:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  ।। মো:মাহবুবুল বাসেত।।  শুক্রবার | জুলাই ২২, ২০২২ | ১২:৫৬ এএম

সাংবাদিকতা আমার পেশা ও নেশা

আমার কোন টাকা পয়সা নেই।

তারপরও একটা অনলাইন পত্রিকা

দাড় করোনোর চেস্টা করছি।

সেখানে **উন্নয়ন** নামে একটা পাতা থাকছে।

দেশে নাকি উন্নয়নের জোয়ার চলছে।

উন্নয়নের নিউজ চৌখে পড়লেই

পাতাটা ভাসিয়ে দেব নিউজ দিয়ে।

সাংবাদিক হিসাবে আমি দল নিরপেক্ষ-এটা

সবাই জানে।

বিএনপি ও জাতীয় পার্টিও তুলে ধরুক-

তাদের অতীত উন্নয়নের তথ্য চিত্র।

প্রতিশ্রুতি থাকলো শেখ হাসিনার

উন্নয়নের খবরের সাথে তাদের অতীতও থাকবে

-যদি তারা দিতে জানে।

মন্তব্য:আপনারা খোজ খবর নিয়ে জানান-আসলে

উন্নয়নের এই সব তথ্য সঠিক কিনা?

https://www.facebook.com/photo/?fbid=421189533370668&set=a.306579188165037