আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ধানমন্ডিতে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন হবে আগামী ২৮ ডিসেম্বর। ওরা সমালোচনা করুক, আমরা কাজ করে তার জবাব দেবো।
মেট্রোরেলের অথরিটি ডিএমটিসিএল‘র পক্ষ থেকে জানানো হয়, মেট্রোরেল উদ্বোধনের জন্য ৮০-৯০ ভাগ প্রস্তুতি শেষে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় সম্মতি ও সময় দিলে চলতি মাসের শেষদিকে এটি উদ্বোধন করা হবে।
উল্রেখ্য, মেট্রোরেল ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যে অংশ চালু হচ্ছে- তাতে মেট্রোরেলের স্টেশন হবে নয়টি। এতে ভাড়া পড়বে প্রতি কিলোমিটার ৫ টাকা, সর্বনিম্ন ২০ টাকা। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটারে মেট্রোরেল সময় নেবে ২০ মিনিট। পূর্ণমাত্রায় চালু হলে এই সময় কমে আসবে ১৬-১৭ মিনিটে।
ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, উদ্বোধনের সময় ঘোষণার পর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। প্রথমদিকে শুধু স্টেশনের কাউন্টার থেকে এমআরটি পাশ ইস্যু করা হবে এবং সেটা রিচার্জ করা যাবে।