National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
বিকে ফটো গ্যালারী

প্রধানমন্ত্রীর আহবান তিনি নিজেই কার্যকর করে দেখালেন

  ।। বাসেত ফারুক ।।   বুধবার | মার্চ ১, ২০২৩ | ০৪:০৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সম্প্রতি দেশের এক ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে সে দিকে খেযাল রাখার জন্যে সবার প্রতি আহবান জানিয়েছেন্। তার এ আহবান এখন তিনি নিজেই বাস্তবায়ন করে দেখাচ্ছেন।তিনি প্রধানমন্ত্রীর সরকারী বাসববন গনভবনের প্রতি ইন্চি খালি জায়গা চাষাবাদের আওতায় এনেছেন এবং জলাশয়ে মাছের চাষ করছেন্ এবং এক অনন্য দৃস্টান্ত স্হাপন করেছেন। এখন প্রশাসন ও তার দলের লোকদের কার্যত্রুম শুরু ও দেখার পালা।

আমরা এর আগে এ দেশে সব সরকার প্রধানকেই এমন আহবান জানাতে দেখেছি। কিন্তু,তা আর কারো শাসনামলেই কার্যকর হতে দেখা  যায়নি-ব্যতিত্রুম মনে হচ্ছে শেখ হাসিনাকে।

করোনাকালীন পরিস্হিতি সহ নানা কারনে বিশ্বে খাদ্য ও নিত্যপণ্যের সংকট দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রায় প্রতিটি বক্তব্যে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আসছেন।

 গনভবনের মোট চাষের প্রায় অর্ধেক জমির পেঁয়াজ ইতোমধ্যেই কাটা হয়েছে। এতে ফলন পাওয়া গেছে ৪৬ মণ। বাকি জমিতে আরও ৫০ মণের বেশি পেঁয়াজ পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 ্একটি সুত্র জানায়, গণভবনের খালি জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশফুল, পোলাওর চাল, লাল চালসহ বিভিন্ন জাতের ধান; ফুলকপি, পাতাকপি, লালশাক, পালংশাক, ধনেপাতা,  বতুয়া শাক, ব্রকলি, টমেটো, লাউ, শিমসহ প্রায় সব ধরনের শীতকালীন শাকসবজি চাষ করেছেন।

গণভবনে তিল, সরিষা, সরিষাখেত থেকে মৌচাকে মৌমাছি পালনের মাধ্যমে মধু আহরণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, তেজপাতাসহ বিভিন্ন ধরনের মসলা; আম, কাঁঠাল, কলা, লিচু, বরই, ড্রাগন, স্ট্রবেরিসহ বিভিন্ন ধরনের ফল; গোলাপ, সূর্যমুখী, গাঁদা, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ধরনের ফুলেরও চাষ করছেন প্রধানমন্ত্রী। তিনি অবসর পেলেই এসব তদারকিও করেন । এসব ফসল ফলাতে ব্যবহার করা হয়  গরুর খামারের গোবর থেকে উৎপাদিত জৈব সার।
ছবি: গুগল

 গণভবনের আঙিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরুর খামার, দেশি হাঁস-মুরগি, তিথির, চীনাহাঁস, রাজহাঁস, কবুতরের খামার করেছেন। তিনি গণভবনের পুকুরে চাষ করছেন রুই, কাতল, তেলাপিয়া, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ। এমনকি গণভবনের পুকুরে মুক্তার চাষও করছেন শেখ হাসিনা। অবসর সময়ে গণভবনের লেকে মাছও ধরেন তিনি।

উৎপাদিত এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য সামান্য রেখে গণভবনের কর্মচারী এবং দরিদ্র-অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেন বলেও জানা গেছে। তার এ উদ্যোগ নি:সন্দেহে অনুকরনীয়ও অনুসরনীয়।