গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
একইসঙ্গে এ সময়ে এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩০ জন।
বৃহস্পতিবার ১০ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের দুজন পুরুষ ও একজন নারী। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৬০ জন।
ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন ১৯৯ জন। মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।