গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা) পর্যন্ত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৭ জন। তাদের মধ্যে ১২২ জন পুরুষ ও ১৩৫ জন নারী।
মঙ্গলবার ২২ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের চারজন। এ ছাড়া খুলনা বিভাগে দুইজনের এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৩৯ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫৮ জন। এছাড়া এই সময়ে এক হাজার ১১২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৭ হাজার ৯৬৩ রোগী।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৮২৯ জন, বাকি ২ হাজার ৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রসঙ্গত, গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এছাড়া ওই বছরে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।