National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

কুমিল্লায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, ৩ যাত্রী নিহত

  ।।বিকে রিপোর্ট।।  রবিবার | ডিসেম্বর ১৫, ২০২৪ | ০৫:৩৮ পিএম

কুমিল্লায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হয়েছেন।

রবিবার ১৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া ও গাংরা এলাকার মাঝামাঝি স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, চট্টগ্রামে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস  মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়েমুছড়ে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যাচ্ছিল বলে আহত যাত্রীরা জানিয়েছেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।  ফায়ার সার্ভিস কর্মীরা তিন যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। মরদেহ তিনটি হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।

নিহত তিনজনের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কুমিল্লার মুরাদনগর থানার হোসেনপুর গ্রামের মো. নশু  মিয়া (৪০)।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। নিহত ব্যক্তিদের মধ্যে বাসের চালক বা চালকের সহকারী থাকতে পারেন। তবে এটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণে যান চলাচলে কোনো সমস্যা হয়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।