National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

পূর্বাচলের লেকে উদ্ধার হওয়া ভাসমান মরদেহ কলেজ ছাত্রীর

  ।।বিকে রিপোর্ট।।  মঙ্গলবার | ডিসেম্বর ১৭, ২০২৪ | ০৮:১৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের লেক থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি শনাক্ত করেছেন তার মা চম্পা বেগম। তার নাম সুজানা (১৮)। নিহত সুজানা ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

মঙ্গলবার ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সুজানা ঢাকার ভাসানটেক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এর আগে মঙ্গলবার সকালে কাঞ্চন-কুড়িল বিশ্ব রোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল লেক থেকে চার নম্বর সেতুর নিচে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলের হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সকাল সাড়ে আটটার দিকে লেকের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাল শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে গতরাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, এর আগে গত ১৩ নভেম্বর পূর্বাচলের ওই লেকটির আরেকটি অংশ থেকে এক ব্যবসায়ীর সাত খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।