গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে বেইলি ব্রিজ তুরাগ নদে ভেঙে পড়েছে। ফলে বন্ধ রয়েছে যান চলাচল।
শনিবার ২১ ডিসেম্বর ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি পাথর বোঝাই ড্রাম ট্রাক বেইলি ব্রিজ পার হবার সময় ওভারলোডেড ড্রাম ট্রাকের ভারে ব্রিজটি ভেঙ্গে যায়। এতে ট্রাকের চালক ও তার সহকারী সামান্য আহত হয়েছেন।
ঘটনার পর থেকে ঢাকা-ময়ননসিংহ মহাসড়কের ময়মনসিংহমূখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। তবে, পাশের ময়মনসিংহমূখী অপর লেন দিয়ে এবং নদের উপর দিয়ে নির্মিত বিআরটি প্রকল্পের ফ্লাইওভার দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দীর্ঘদিন ধরেই আবদুল্লাহপুর-টংগী (তুরাগ নদীর উপর) বেইলী ব্রিজটি নড়বড়ে ছিল।
গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম বলেন, বড় সেতু নির্মানের সময় ২০২২ সালে ৬ মাসের জন্য এই বেইলি সেতুটি নির্মান করা হয়। বড় সেতু নির্মান শেষ হওয়ায় এটি এখন অকেজো। ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে অনেক আগেই সাইনবোর্ড দেওয়া আছে। আজকে ঢাকা থেকে ময়মনসিংহগামী পরিবহন যাতায়তের বেইলী সেতুটি ভেঙে গেছে।
এখন ভাঙা সেতু নদী থেকে তুলে নতুন করে তৈরী করা হবে।
এদিকে বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
ট্রাফিক আপডেটে বলা হয়েছে, সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।