কোটা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের অবরোধে পড়েন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে এক্সপ্রেস ওয়েতে আটকা পড়েন তিনি।
বুধবার ১০ জুলাই ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন কালে রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে তারা অবস্থান নেন। এতে অচল হয়ে পড়ে রাজধানী। এক্সপ্রেস ওয়েতে ব্লকেড দিলে (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এ পরিস্থিরি সম্মূখীন হন।
আজ বিকেলে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন চার্লস হোয়াইটলি। সেখানে তিনি লিখেছেন, ‘প্রতিবাদ কর্মসূচির কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম। পরে পায়ে হেঁটে ও সিএনজির (অটোরিকশা) মাধ্যমে এসে স্পিকারের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছি।
ভিডিওটিতে দেখা গেছে, প্রথমে এক্সপ্রেসওয়ে দিয়ে হেঁটে রওনা হন হোয়াইট লি। এ সময় তার সঙ্গে বার্নড নামে আরও একজন ছিলেন। এক্সপ্রেসওয়ের রেলিং দিয়েও মজার ছলে হাঁটতেও দেখা যায় বার্নডকে। পরে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে সংসদে যান তারা।
জানা গেছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যান চার্লস হোয়াইটলি। বৈঠকে দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান তিনি।