National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

চুল-দাড়ি কেটে চুলে কলপ করে পালাতে গিয়ে ধরা খাওয়া ব্যাক্তিই কি সালমান এফ রহমান?

  ।।বিকে ডেস্ক।।   বুধবার | আগস্ট ১৪, ২০২৪ | ১১:৪৮ এএম

নৌপথে পালিয়ে যাওয়ার সময়’ ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে গ্রেফতার হওয়ার সময় কিছু ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে চুল-দাড়ি কাটা অবস্থায় দেখা যায়। তার পূর্বের ছবিতে মুখে লম্বা সাদা দাড়ি রাখা অবস্থায় দেখা যায়। কিন্তু গ্রেফতারের সময় দেখা যায় চুলে কলপ করা, তার মুখে কোনো দাড়ি নেই, মুখ ক্লিন সেইভ। প্রথমে দেখে বুঝা যায় না এটা সাবেক প্রভাবশালী সালমান এফ রহমান।

ছবিতে আরও দেখা যায়, দুইনেতা লাইফ জ্যাকেট পরে গেঞ্জি ও লুঙ্গি পরা অবস্থায় নৌকার পাটাতনে বসে আছে। আরেকটি ছবিতে দেখা যায়, রশি দিয়ে হাত বাধা অবস্থায় বসে আছেন।

ফেসবুকে কেউ বলছেন ছবিটি সালমান এফ রহমানের। আবার কেউ বলছেন, এটি সালমান এফ রহমান হতে পারে না। এই নিয়ে হয় বিভ্রান্ত। সূত্র নিশ্চিত করেছে ছবিটি তারই।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। আওয়ামী লীগের নেতারাও আছেন আত্মগোপনে। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।

সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।

২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।