স্ত্রী বিকিনি পরবেন। সেই আবদারই করেন স্বামীকে। আর স্ত্রীর আবদার মেটাতে ৫ কোটি ডলার দিয়ে পুরো একটি দ্বীপ কিনে ফেলেছেন স্বামী। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৬০০ কোটি টাকা।
২৬ বছর বয়সী দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী সৌদি আল নাদাক নামে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দাবি করেছেন, তার স্বামী একটি প্রাইভেট দ্বীপ কিনেছেন তার জন্য- তিনি যেন নিরাপদে বিকিনি পরে ঘুরতে পারেন তাই তার স্বামী দ্বীপটি কিনেছেন। খবর- হিন্দুস্তান টাইমসের।
এই নিয়ে সৌদি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেছেন, আপনি বিকিনি পরতে চেয়েছেন তাই আপনার কোটিপতি স্বামী একটি দ্বীপ কিনে দিয়েছেন।
প্রতিবেদনে জানা গেছে, সৌদি আল নাদাক একজন ব্রিটিশ নাগরিক। তার স্বামী জামাল আল নাদাক দুবাইয়ের একজন ধনকুবের। পড়াশুনা করার সময় তাদের পরিচয় হয় এবং তিন বছর আগে তারা বিয়ে করেছেন। বিয়ের পর পুরোপুরি গৃহিনী সৌদি।
ধনী গৃহিণী ছাড়াও সৌদির আরও পরিচয় আছে। সৌদি ইন্সটাগ্রাম ও টিকটকে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে জাহির করেন। সোশ্যাল সাইটগুলোতে তার বিলাসী জীবন-যাপনের ভিডিও দেখা যায়। সেখানেই তিনি বলেছেন,তার স্বামী পুরো একটি দ্বীপ তাকে কিনে দিয়েছেন।
অন্য আরেক ভিডিওতে দেখা যায়, এই দম্পতি ১ মিলিয়ন ডলারের ডায়মন্ডের রিং কিনেছেন এবং আরেক আর্টওয়ার্কে ২ মিলিয়ন ডলার ব্যয় করেছেন।
সৌদির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে একটা বাড়ি, চার পাশে গাছ আর সামনে ঘন নীল সমুদ্র। উপদ্রব এড়াতে দ্বীপের লোকেশন প্রকাশ করেননি সৌদি।
সর্বশেষ সৌদি আল নাদাকের ভিডিওতে দাবি করা হয়েছে, তার স্বামী পুরো একটি দ্বীপ তাকে কিনে দিয়েছেন। ওই ভিডিও ভাইরাল হয়েছে। সৌদির দাবি ওই দ্বীপ এশিয়ার কোনো এক জায়গায়। তাদের এই দ্বীপ নিতে খরচ হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার।
সৌদি জানিয়েছেন, ব্যক্তিগত জেটে স্বামীর সঙ্গে এশিয়ার এই প্রাইভেট দ্বীপে পা রেখেছেন তিনি। সৌদির কথায়, ইচ্ছে ছিল বিকিনি পরে সমুদ্রতটে ঘুরব, কিন্তু নিরাপত্তাটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। সে কথা ভেবেই আমার স্বামী এই দ্বীপটা কিনেছে আমার জন্য।