National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

  ।।বিকে ডেস্ক।।  মঙ্গলবার | নভেম্বর ১২, ২০২৪ | ০৯:১৪ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী বছরের (২০২৫) জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগদান করবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

মঙ্গলবার ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলে তিনি তাকে যুব উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। পরে ফিফা প্রেসিডেন্ট সে আমন্ত্রণ গ্রহণ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

এ বিষয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফা প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান।

এর আগে সোমবার আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়েছেন।

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন।