National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

  ।।বিকে স্পোটর্স রিপোর্ট।।  শুক্রবার | নভেম্বর ২২, ২০২৪ | ০৯:১৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার ২২ নভেম্বর রাত সাড়ে ৮টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি দুই দল।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।  

উল্লেখ্য, অ্যান্টিগার এই ভেন্যুতে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। সর্বশেষ দুই টেস্টের দুটিরই প্রথম ইনিংসে যথাক্রমে ১০৩ ও ৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে আছে অস্বস্তিও।

ম্যাচে তিনজন পেসার ও দুইজন স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শান্তর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শাহাদাত হোসেন দিপু।

বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ ও জেইডেন সিলস।