National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

  ।।বিকে স্পোটর্স রিপোর্ট।।  শনিবার | নভেম্বর ৩০, ২০২৪ | ০৯:৪৯ পিএম

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে আগেই নিজেদের এগিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার ৩০ নভেম্বর সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির দল। দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটের দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই আইরিশদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো টাইগ্রেসরা।

দিনের শুরুতে ম্যাচে টস হেরে আগে বোলিং করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৩ রান।

জবাবে ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ফারজানা হক পিংকির হাফসেঞ্চুরি এবং শারমিন সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতির চল্লিশোর্ধ্ব ইনিংসের সুবাদে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এতে উইমেন্স চ্যাম্পিয়নশিপে আরও দুই পয়েন্ট বাড়ল বাংলাদেশের

রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ রানে আউট হন মুর্শিদা খাতুন। দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করেন ফারজানা হক ও শারমিন সুপ্তা। অল্প সময়ের ব্যবধানে দুজনেই সাজঘরে ফেরেন। ব্যক্তিগত ৫০ রানে সাজঘরে ফেরেন ফারজানা। অন্যপ্রান্তে সুপ্তা সাজঘরে ফেরেন ৪৩ রানে। সোবহানা মোস্তারি ১৬ রানের বেশি করতে পারেননি। এরপর দলকে এগিয়ে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

৪০ রানে জ্যোতি যখন বোল্ড হন তখন বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত। বাকি আনুষ্ঠানিকতা সারেন স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন। দুজনে যথাক্রমে ২৯ ও ৪ রানে অপরাজিত থাকেন।

দিনের শুরুতে এর আগে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে গ্যাবি লুইসকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার সারা ফোর্বসের ব্যাট থেকে আসে ১৩ রান। ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আইরিশরা। অ্যামি এবং অরলা প্রেন্ডারগাস্ট মিলে ৯১ রানের জুটি গড়েন। ৩৭ রান করে অরলা বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর লরা ডেলানি ছাড়া আর কেউই অ্যামিকে সঙ্গে দিতে পারেননি।

ডেলানির ব্যাট থেকে এসেছে ৩৩ রান। তার বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন অ্যামি। সাজঘরে ফেরার আগে ৬৮ রান এসেছে তার ব্যাট থেকে। যা দলের পক্ষে সর্বোচ্চ। এছাড়া বাকিরা কেউই বড় অবদান রাখতে পারেননি।

আয়ারল্যান্ড শেষ চার ওভারে তোলে ৩৪ রান। তাতে সফরকারীদের স্কোর দুইশর কাছাকাছি পৌঁছায়। উনা রেমন্ড হোয়ে ১৮ বলে ২ চারে ২১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে সুলতানা দুটি এবং নাহিদা ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।  

আঁটসাঁট বোলিংয়ে প্রাথমিক কাজটা আগেই সেরে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিতে বেগ পেতে হয়নি ব্যাটারদের।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ও আয়রল্যান্ডের মেয়েরা দুটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। কাকতালীয়ভাবে দুটি সিরিজই শেষ হয় ১-০ ব্যবধানে। আইরিশদের মাটিতে অনুষ্ঠিত দুই সিরিজে সমান একটি করে জয় দুই দলের।

বাংলাদেশ এবার প্রথমবার ঢাকার মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর।