National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

হোয়াইটওয়াশ মিশনে বাংলাদেশ, টস হেরে ফিল্ডিং জ্যোতিদের

  ।।বিকে স্পোর্টস রিপোর্ট।।  সোমবার | ডিসেম্বর ২, ২০২৪ | ১২:০৪ পিএম

হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টসে হেরে ফিল্ডিংয় করছে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার ২ ডিসেম্বর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হয় ম্যাচটি।

আগের দুই ম্যাচেই বাংলাদেশ পেয়েছে দাপুটে জয়। বাংলাদেশের জন্য সিরিজটা নিশ্চিত হয়েই আছে। এবারের মিশন হোয়াইটওয়াশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ ওভার এক বলে দুই উইকেটের বিনিময়ে ৫৭ রান করেছে আইয়ারল্যান্ডের মেয়েরা। উইকেট দুইটি নিয়েছেন সুলতানা খাতুন ও রাবেয়া খান।  

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন, মারুফা আক্তার।

আয়ারল্যান্ড একাদশ: গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যালানা ড্যালজেল, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, অ্যারলেন ক্যালি, অ্যামি ম্যাগুয়ের, ক্যারা ম্যারে, ওরলা প্রেনডারগাস্ট, লেয়াহ পল, উনা রেইমন্ড, ফ্রেয়া সারজেন্ট।