বছর ঘুরে আবার এলো ঈদ। ঈদূল ফিতর। আর ঈদ মানেই খুশি। ঈদ মানেই নতুন নতুন জামা।
অনেকেই হয়তো ঈদের পোশাক এরই মধ্যে কিনে ফেলেছেন, আবার অনেকে কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। তবে ঈদের পোশাক কেনার আগে জেনে নেয়া দরকার, এবারের ঈদ ফ্যাশন ট্রেন্ডে কোন পোশাকগুলো প্রাধান্য পেয়েছে। চলুন জেনে নিই এমনি ট্রেন্ডি কিছু পোশাক সম্পর্কে–
রেডি টু ওয়ার শাড়ি
শাড়ী পড়ার ঝক্কি! নারী মাত্রই তা অবগত। আর তাই ফ্যাশনে এবার রেডি টু ওয়ার শাড়ির জনপ্রিয়তা বেড়েছে। এই শাড়িগুলো মাত্র দুই মিনিটের মধ্যেই আপনি পরতে পারবেন।
শাড়িগুলো অনেকটা লেহেঙ্গা ঘরানার। উপরে থাকছে ব্লাউজ বা টপস, এর সঙ্গে নিচে স্কার্ট, যাতে শাড়ির কুঁচির মতো ডিজাইন করা। এর সঙ্গেই সেট করে দেয়া আছে শাড়ির আঁচল। ১২০০-১০০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন এমন শাড়ি।
মিডিয়াম কুর্তি
চৈত্র শেষে বৈশাখের শুরুতে দাড়িয়ে আমরা। আর এখন যেহেতু গরম, তাই এ সময় লম্বায় মিডিয়াম ধাঁচের কুর্তি বা টপ বেছে নিতে পারেন।
এবারের ফ্যাশন ট্রেন্ড্রে আছে মিডিয়াম কুর্তি, যাতে আছে ফ্রিঞ্জ ডিজাইন। এই ফ্রিঞ্জ ডিজাইন হলো এ-জাতীয় টপের বৈশিষ্ট্য। ফ্রিঞ্জে কারুকাজ থাকলে আপনার উচ্চতাও একটু হলেও বেশি দেখাবে। এ-জাতীয় কুর্তির সঙ্গে বেছে নিন স্ট্রেট বা সিগারেট প্যান্ট। ফ্রিঞ্জ ডিজাইনের সঙ্গে খুব ভালোভাবে মানাবে এই বটমওয়্যার। ১০০০-৫০০০ হাজার টাকার মধ্যে ভালো মানের কুর্তি পাবেন।
সালোয়ার-কামিজ
বাংলাদেশরে সবচে প্রচলিত পোষাক সালোয়ার কামিজ। ঈদে একটি হলেও সালোয়ার-কামিজ দরকার সবারই। আরামদায়ক এই পোশাক ছাড়া ঈদের ফ্যাশন অসম্পূর্ণ থেকে যাবে। যেহেতু ঈদ খুশির উৎসব, তাই সালোয়ার-কামিজের রং ও ম্যাটেরিয়াল বেছে নিন। যেটা এই খুশির দিনের সঙ্গে মানানসই হবে।
যেহেতু এখন গরম তাই ন্যুড ও মভ কালারের মতো উজ্জ্বল রং বেছে নিন। তবে এবার পার্টি সালোয়ার-কামিজগুলোই বেশি দেখা যাচ্ছে। টিস্যু, নেট, অরগ্যাঞ্জা, শিফন ও জর্জেটের থ্রি-পিসের কদর বেড়েছে ঈদ ফ্যাশনে। কাপড় ও ডিজাইন ভেদে ১২০০-৭০০০ টাকার মধ্যে ভালো মানের থ্রি-পিস পাবেন।
পেপ্লাম টপ
ফ্যাশনপ্রেমীদের মাঝে বাহারি ডিজাইনের পেল্লাম টপ এখন সবার কাছেই পছন্দের। এ ধরনের টপ আর কুর্তি এখন বাজারে পাওয়া যাচ্ছে। তবে যাদের উচ্চতা কম পেল্লাম টপ পরলে তাদের আরও শর্ট দেখা যাবে।
ফিউশান লুক
প্রচলিত সাজের বাইরে ঈদে যদি একটু ভিন্নভাবে সাজতে চান, তাহলে ফিউশন লুক ক্রিয়েট করুন। ঘের দেয়া কুর্তি বা ম্যাক্সি ড্রেসের সঙ্গে ডেনিম জ্যাকেট পরুন আর মাথায় সুন্দর স্কার্ফ বেঁধে নিন।
গরমে জ্যাকেট পরতে না চাইলে, স্টাইলিশ কটি পরতে পারেন। আবার ফিশ কাট স্কার্টের সঙ্গে ফুল স্লিভ টপও পরতে পারেন। ওয়েস্টার্ন আর প্রাচ্যের মেলবন্ধন থাকবে এই লুকে। দেখতে খুবই সুন্দর লাগবে।
ডেনিম
পুরুষের ঈদ ফ্যাশনে ডেনিম সব সময়ই আধুনিক। এবারও ডেনিমের শার্ট ও প্যান্টের দিকে ঝোঁক আছে তরুণদের। টি-শার্টের ওপর শার্ট পরাও এখন তরুণদের জনপ্রিয় একটি স্টাইল। একরঙা শার্টের সঙ্গে প্রিন্টেড শার্টের চল বেড়েছে। শার্টের পকেটেও দেখা যাচ্ছে নতুন কাটছাঁট। ফরমাল পোশাকের ক্যাজুয়াল ব্যবহার বাড়ছে।