” যেতে নাহি দিব হায়
তবু, যেতে দিতে হয়”
(ক)https://www.youtube.com/watch?v=efgxCugjF_4
(খ)https://www.youtube.com/watch?v=rTl5C4AAg4Y
।।মো:মাহবুবুল বাসেত।।
সরকার আসবে-যাবে।কোন অবস্থাতেই অনেক রক্তের বিনিময়ে অর্জিত সাংবিধানিক ও গনতান্ত্রিক প্রত্রিুয়া ব্যাহত করা যাবে না।
শেখ হাসিনাকে বিদেশ পাঠিয়ে দেয়া ঠিক হয়নি। প্রধানমন্ত্রীরা পদত্যাগের পর কোন প্রটোকল পাননা।
তিনি দেশত্যাগের জন্যে কথিত হেলিকপ্টার ও বিমান সুবিধা পেয়েছেন কিভাবে?
তিনি এসএসএফ-এর কমান্ডার ইন চীফ থাকায় এসএসএফ সন্মানের সাথে তাকে দেশের ভেতরে
তার অবস্থানের জায়গায পৌছে দিতে পারবে।
প্রচন্ড আন্দোলনের মুখে এরশাদ পদত্যাগের পর বাসাতেই ছিলেন।
বেগম জিয়াকে শেখ হাসিনার নেতৃত্বে দুইবার তীব্র গন আন্দোলনের মুখে
পদত্যাগে বাধ্য করা হলেও তিনি রাস্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে নিজ বাসায় ফিরে এসেছেন-
দেশ ত্যাগ করেননি বা তাকে দেশের বাহিরে পাঠিয়ে দেয়া হয়নি।
শেখ হাসিনার ক্ষেত্রে এ ব্যতিত্রুম কেন ঘটলো?এর জবাব কে দেবে?
অবশ্যই রাস্ট্রপতিকে দিতে হবে এর জবাব।
নি:সন্দেহে আওয়ামীলীগ দেশের একটি বড় দল। এ দলটিকে সাথে না নিয়ে/না রেখে রাজনৈতিক
সংকট নিরসনে এগুলে কিছুদিন পর আবার দেশে একই অবস্থার সৃস্টি হবে-যেমনটি হচ্ছে বা হয়েছে
আরেকটি বড় দল বিএনপিকে ইগনোর করে এগুতে গিয়ে।
শেখ হাসিনা একজন প্রবীন ও অভিগগ রাজনৈতি নেতা। তার মধ্যে থাকা “ ইগো+ইগনোরেন্স” কাংখিত নয়।
তিনি “ এই সব” করেই রাজপথ থেকে ক্ষমতায় এসেছেন। হয়তো “ এই সবের” ব্যাপকতা এখন আগের চেয়ে
বহুগুন বেশ ছিল এবং আন্দেলনটি কোমলমতি ছাত্রদের হাতে ছিল-ফলে পুলিশ ,বিজিপি,সেনাবাহিনী সহ
সকল শ্রেনী পেশার মানুষ সংক্ষুব্দ -কারন তাদের সবারই সন্তানরা কোন না কোনভাবে শিক্ষার্থী।
মন্তব্য:
(ক)আসলে স্বৈরতান্ত্রিক মানসিকতার কারনে
শাসকদের পতন হয় এভাবে
(খ)ইতিহাসেরও পুনরাবৃত্তি ঘটে আগের
চেয়েও নির্মমভাবে
**লিংক দুটি ইউটিইউব -র সৌজন্যে
**ছবিগুলো প্রতিকী