National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ইমেজ : বিকে ফটো গ্যালারী

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ৯৬ সালের নির্বাচন ঠেকাতে যা যা করেছিল বিএনপি এখনো তার ১০০০ ভাগের ০.৫০%ও দেখাতে পারেনি : ম,ম,বাসেত

  ।।বিকে ডেস্ক।।  সোমবার | নভেম্বর ১৩, ২০২৩ | ০৯:১৫ পিএম

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ৯৬ সালের

নির্বাচন ঠেকাতে যা যা করেছিল বিএনপি এখনো

তার ১০০০ ভাগের ০.৫০%ও দেখাতে পারেনি

-ম,ম,বাসেত

।। মো:মাহবুবুল বাসেত ।।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ

বিএ নপির ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর

নির্বাচন ঠেকাতে যা যা করেছিল বিএনপি

এখনো তার ১০০০ ভাগের ০.৫%ও

দেখাতে পারেনি।

হয়তো তফশিল ঘোষনার পর দেখাবে(?)

আজ ঢাকায় সচিবালয়ে একজন

বললেন-জামায়াতের

কৌশল নাকি ভাল। তারা নাকি

একজেলার “জনশক্তি

”আরেক জেলা / স্হানে

মোতাযেন করছে।

৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর

ভোটারবিহীন নির্বাচন:

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

(ক)

ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন-

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।আওয়ামীলীগ.জাতীয় পার্টি ও জা্মায়াতে ্ইসলামী সহ অধিকাংশ বিরোধী দল এ নির্বাচন বর্জন করেছিল। মোট ভোট গৃহীত হয়েছিল মাত্র ২১%। রাজনৈতিক মহলে নির্বাচনটি ১৫ই ফেব্রুয়ারীর “ ভোটারািবহীন নির্বাচন” নামে অভিহিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই নির্বাচনে জয় লাভ করে এবং ৩০০টি আসনের মধ্যে ২৭৮টি আসন লাভ করে। ফ্রিডম পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১০টি আসন পায়। এছাড়া ১০টি আসনের ফলাফল অসমাপ্ত থাকে ও আদালতের রায়ে একটি আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে আন্দোলনের মুখে কেয়াটেকার আইন পাসের পর ঔ সংসদ ভেঙে সরকার পদত্যাগ করলে জুনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৭ম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ছিলেন বঙ্গবন্ধুর পলাতক খুনী খন্দকার আবদুর রশিদ ও চীফ হুইপ ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন।

ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এ কে এম সাদেক।

নির্বাচিত সরকারের প্রথম সংসদ অধিবেশন শুরু হয়েছিল ১৯ মার্চ ১৯৯৬ সালে এবং অধিবেশন স্থায়ী ছিল চার কার্যদিবস- ২৫ মার্চ ১৯৯৬ সাল পর্যন্ত। ৩০ মার্চ ১৯৯৬ সালে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। সংসদ স্থায়ী ছিল মাত্র ১২ দিন।

(খ)https://www.bbc.com/bengali/news-56054285

-ম,ম,বাসেত

-স্মৃাতর পাতা থেকে