একটি বিশেষ ঘোষনা
ঘোষনা -১
বাঙ্গালীর খবর ডট কম-bangalirkhobor.com-এর হোম পেইজের ” ক্যাটাগরী হেড লাইনের” সাথে
“ জনমত জরিপ ” শিরনামে একটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে। এখানে সম-সাময়িক বিভিন্ন গুরুত্বপুর্ন
বিষয়ের ওপর আপনার মতামত দিয়ে তাৎক্ষনিকভাবেই ফলাফল দেখতে পাবেন।
এ জন্যে আপনাকে -” হা বা না “ পয়েন্টের ওপর ক্লিক করে আবার ” সাবমিট “-এও ক্লিক করতে হবে।
আপাতত পরীক্ষামুলকভাবে একটি বিষয়ের ওপর জরিপ চলছে।
আপনি ইচ্ছা করলে আপনার মতামত দিতে পারেন।
এটি একটি অটো সিসটেম-আপনার পরিচয় অন্য কেউ
জানার কোন সুযোগ নেই।
নাগরিক দায়িত্ব পালন করুন।
এটি আপনার সংবিধান স্বীকৃত অধিকার।
বিকে কর্তৃপক্ষ আপনার সহযোগিতা কামনা করছে।