National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি-সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচন:পশ্চিবঙ্গের ৪২টি কেন্দ্রের জন্যে তৃনমুল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষনা

  ।।বিকে ডেস্ক।।  সোমবার | মার্চ ১৮, ২০২৪ | ০৩:৩৫ এএম

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম বঙ্গের ৪২টি কেন্দ্রের জন্যে তৃনমুল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। নামগুলো ঘোষনা করেছেন  সর্বভারতীয় তৃনমুর কংগ্রেসের 

সাধারন সম্পাদক মি:অভিষেক বন্দোপাদ্যায়।

কুচ বিহার: জগদীশচন্দ্র বাসুনিয়া।

আলিপুরদুয়ার: প্রকাশচিক বরাইক।

জলপাইগুড়ি: বিধায়ক নির্মলচন্দ্র রায় ।

দার্জিলিং: গোপাল লামা।

রায়গঞ্জ: কৃষ্ণ কল্যাণী ।

বালুরঘাট: বিপ্লব মিত্র ।

মালদা উত্তর: প্রসূন বন্দ্যোপাধ্যায়।

মালদা দক্ষিণ: শাহনাজ আলি রহমান।

জঙ্গিপুর: খলিলুর রহমান।

বহরমপুর: প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ।

মুর্শিদাবাদ: আবু তাহের খান ।

বনগাঁ: বিশ্বজিৎ দাস।

রানাঘাট: মুকুটমণি অধিকারী।

ব্যারাকপুর: পার্থ ভৌমিক।

দমদম: সৌগত রায় ।

বারাসাত: কাকলি ঘোষ দস্তিদার।

বসিরহাট: হাজি নুরুল ইসলাম ।

জয়নগর: প্রতিমা মণ্ডল।

মথুরাপুর: ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যাদবপুর: সায়নী ঘোষ।

কলকাতা দক্ষিণ: মালা রায়।

কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়।

হাওড়া: প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়।

উলুবেড়িয়া: শাজদা আহমেদ।

শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

হুগলি: রচনা বন্দ্যোপাধ্যায় ।

আরামবাগ: মিতালী বাগ।

তমলুক: দেবাংশু ভট্টাচার্য।

কাঁথি: উত্তম বারিক।

ঘাটাল: তৃণমূল প্রার্থী দেবে ।

ঝাড়গ্রাম: কালীপদ সোরেন।

মেদিনীপুর: জুন মালিয়া।

পুরুলিয়া: শান্তিরাম মাহাতো।

বাঁকুড়া: অরূপ চক্রবর্তী ।

বর্ধমান-দুর্গাপুর: কীর্তি আজাদ।

আসানসোল: শত্রুঘ্ন সিন্হা।

বোলপুর: অসিত মাল।

বীরভূূম: শতাব্দী রায় ।

বিষ্ণুপুর: সুজাতা খাঁ।

টিকিট পেলেন না অর্জুন সিংহ, মিমি, নুসরত, মৌসম । প্রার্থী তালিকায় চমক: ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য। প্রার্থী তালিকায় চমক: প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুজাতা খাঁ। টিকিট পেলেন বিজেপি থেকে আসা ৫। বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী। ৪২টি কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী ঘোষণা করলেন তৃনমুল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

**https://www.youtube.com/watch?v=OIheDpUgrjU