National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে গ্রেফতার সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

  ।।বিকে রিপোর্ট।।  শনিবার | ডিসেম্বর ২১, ২০২৪ | ০৬:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া সাবেক সচিব ইসমাইল হোসেনকে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার ২১ ডিসেম্বর দুপুরে সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।  

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিমানবন্দর থানা-পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখিয়ে দুপুরে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করে। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ইসমাইল হোসেনকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ২০ ডিসেম্বর রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর গিয়েছিলেন ইসমাইল হোসেন। পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।