National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  ।।বিকে রিপোর্ট।।  রবিবার | নভেম্বর ১৭, ২০২৪ | ১২:৫০ পিএম

লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক আটকে রেখে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

রবিবার ১৭ নভেম্বর সকাল ১০টার পর তারা কলেজ থেকে বেরিয়ে আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করায় দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, লটারির ভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। করোনাকালীন লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু হলেও, তা এখনও চলমান। যার ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের। দাবি আদায় না হলে, সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

জানা যায়, ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বৈঠক করে কর্তৃপক্ষ। এসময় তাদের আন্দোলন না করার আহ্বান জানায়। তবে শিক্ষার্থীরা এসবের তোয়াক্কা না করে গণভবনের সামনে সড়কে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেয়ায় দুই পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।