National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ: ৩ লক্ষাধিক শিক্ষার্থী নির্বাচিত

  ।।বিকে রিপোর্ট।।  মঙ্গলবার | ডিসেম্বর ১৭, ২০২৪ | ০৭:৫৫ পিএম

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য লটারিতে নির্বাচিত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

মঙ্গলবার ১৭ ডিসেম্বর বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে লটারির এ ফল প্রকাশ করা হয়।

৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে ৯৮ হাজার ২০৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। অন্যদিকে মহানগর ও জেলা সদরের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

লটারি প্রক্রিয়া শেষে ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, প্রথম তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কবে শুরু হবে তা দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। প্রথম তালিকায় সুযোগ পেয়েও যারা ভর্তি হবে না, তাদের ফাঁকা আসনের জন্য আরও দুটি অপেক্ষমাণ তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় রাখা হয়েছে ৩ লাখ ৬ হাজার ৭০৩ জনকে।

তিনি জানান, লটারিতে সরকারি স্কুলগুলোতে প্রথম তালিকায় নির্বাচিত হয়েছে ৯৮ হাজার ২০৫ জন। আর বেসরকারি স্কুলে ভর্তির জন্য মনোনীত হয়েছে ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন। এ ছাড়াও সরকারি স্কুলের প্রথম অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৭৯ হাজার ৫০২ জনকে এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৫৮ হাজার ৫৫৮ জনকে।

বেসরকারি স্কুলগুলোর জন্যও দুটি অপেক্ষমাণ তালিকা করা হয়েছে। এরমধ্যে প্রথম অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ১ লাখ ১ হাজার ১৫৬ জন এবং দ্বিতীয় তালিকায় রাখা হয়েছে ৬৭ হাজার ৫১৪ জনকে।

শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফল অনলাইন ও এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে অভিভাবকরা তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন। এছাড়া টেলিটক মোবাইলে এসএমএস এর মাধ্যমে (GSA ResultUser ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে) ফল পাওয়া যাবে।