National Online News Portal of Bangladesh - বাংলাদেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল - بوابة الأخبار الوطنية على الإنترنت لبنغلاديش - बांग्लादेश का राष्ट्रीय ऑनलाइन समाचार पोर्टल - بنگلہ دیش کا قومی آن لائن نیوز پورٹل
ছবি: সংগৃহিত

ড. ইউনূসের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

  ।।বিকে রিপোর্ট।।  বৃহস্পতিবার | ডিসেম্বর ১৯, ২০২৪ | ০১:০০ পিএম

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার ১৮ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্যাটেল বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে তাঁরা স্বাগত জানান। এটি শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তাদের নিজস্ব সরকারি প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ করে দেবে।

নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয়ে যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। পুরো প্রক্রিয়াজুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান।

এই পুরো প্রক্রিয়া চলাকালে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র উৎসাহিত করবে বলে জানান প্যাটেল। তিনি বলেন, একই সঙ্গে গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান দেখানো হবে বলেও আশা করে যুক্তরাষ্ট্র, যাতে একটি উত্তরণ কার্যকর হয়।

প্রসংগত, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে চলে যান। তাঁর বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে একতরফা নির্বাচন অনুষ্ঠান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আটকসহ কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ আছে।  

জোরপূর্বক গুমের সঙ্গে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকা প্রসঙ্গে মুখপাত্র বলেন, সম্প্রতি একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনে (গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন) উঠে এসেছে, শেখ হাসিনা ও অন্যান্য সাবেক কর্মকর্তা গুমের সঙ্গে ব্যাপকভাবে জড়িত ছিলেন। এই প্রতিবেদনের তথ্য জেনে যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

প্যাটেল বলেন, এসব অপরাধ তদন্তে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে তাঁরা স্বাগত জানান। ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা যাতে ন্যায়বিচার পান, সে জন্য তাঁরা ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করেন।

শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।