শিরোনাম :
বৃষ্টি ও আলোকস্বল্পতায় ৪৪ ওভারে শেষ তৃতীয় দিনের খেলা: বাংলাদেশের লিড ১১২ বিরতি দিয়ে হলেও ২ বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপি আ.লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা মজুরি ৩ বছর পর পর মূল্যায়নের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন পদ পেতে স্ত্রীকে তালাক দিলেন ছাত্রদল নেতা : পেলেন অব্যহতি পত্র তৃতীয় দফায় আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি চীন-আমেরিকা শুল্কযুদ্ধ: ফেরত গেল যুক্তরাষ্ট্রের পাঠানো নতুন বোয়িং বিমান কর ফাঁকি : ২৩ সালের রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা – সিপিডি কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা : পেলেন লালগালিচা সংবর্ধনা

ইংলিশ লিগের কিংবদন্তী ফুটবলার হামজা : আসছেন নিজের দেশে

  • আপলোড টাইম : ০১:৪৪ পিএম, শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৩ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে বিশেষ প্রতিবেদন।।
ইংলিশ লিগে শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে আসছেন।

পুরো পরিবার নিয়ে বাংলাদেশে আসছেন তিনি। হামজার বাবা দেওয়ান মোরশেদ আগেই বাংলাদেশে এসেছেন। কিন্তু তার মা রাফিয়া চৌধুরী আসেননি। তার ছেলে হামজা, ব্রিটিশ পুত্রবধূ এবং নাতি-নাতনিদের নিয়ে এক সঙ্গে বাংলাদেশে আসবেন।

উল্লেখ্য, আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচ খেলতে হামজা বাংলাদেশে আসছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশে তাঁর ভ্রমণ এবং অন্যান্য সকল বিষয়ে একটা চূড়ান্ত পরিকল্পনা করেছে। বাংলাদেশে কবে আসবেন, কখন আসবেন আর কী কী করবেন, তা নিয়ে বাফুফে।

বাফুফে হতে ৯ জনের টিকিট পাঠানো হয়েছে লন্ডনে। আগামী ১৭ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট বিমানবন্দরে নামবেন সবাই। সেখান থেকে তার গ্রামের বাড়ি বাহুবল, নবীগঞ্জ যাবেন হামজা। বাফুফের দুশ্চিন্তা এখানেই। হামজা একটা গ্রামের ভেতরে যাবেন, সেখানে তার মায়ের বাড়ি। যাওয়া-আসা এবং যদি সেখানে এক রাত থাকতে হয়, তাহলে তার একটা নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত। বিষয়টি গুরুত্ব দিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। নিরাপত্তা নিশ্চিত করতে তাবিথ আউয়াল একটি টিম পাঠাচ্ছেন হামজার বাড়িতে।

তারা ১৬ মার্চ সিলেটে গিয়ে স্থানীয় পুলিশ প্রশসানের সঙ্গে বৈঠক করবেন। হামজা এবং তার পরিবারের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকায় থেকে টিম যাবে। নিরাপত্তা বিষয়টি ভেবে বাফুফে চেয়েছিল হামজা সিলেট শহর পর্যন্তই থাকুক।

কিন্তু হামজার মা রাফিয়া চৌধুরী চাইছেন তার ছেলে যেন এক রাতের জন্য হলেও মায়ের গ্রামের বাড়িতে যান।

এদিকে বিশ্ব নন্দিত ফুটবলার হামজার নিজ গ্রামের বাড়ী আগমনকে কেন্দ্র করে গ্রামের সাধারণ মানুষের মধ্যে আনন্দ অন্যরকম। স্বস্তিপুর থেকেই শুরু হয়েছে সড়কে তোরণ স্থাপন করা। সাধারনত রাজনৈতিক ব্যক্তিরা এলাকায় গেলে তাকে ঘিরে পথে পথে তোরণ স্থান করে। কিন্তু একজন ফুটবলারের আগমন উপলক্ষ্যে যেভাবে পথে পথে তোরণ নির্মাণ করা হয়েছে তা বিস্ময়কর। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এমন ছবি আর ছিল না। সিলেট মহাসড়ক থেকে হামজার গ্রাম স্নানঘাট পর্যন্ত পথে পথে তোরণের ভেতর দিয়ে যেতে হবে।

মেসি-রোনালদো নিয়ে ব্যস্ত ওখানকার মানুষের মুখে এখন হামজা চৌধুরীর নাম। গ্রামের সাধারণ মানুষের মুখে শোনা যায়, ‘ঘরের পোলা ঘরে আইতাছে আমরা তারে দেখতে অপেক্ষা করতাছি। হে আমরার গৌরব নামকরা ফুটবল খেলোয়াড়। আমরা হকলে মিলে তাকে দেখব।

স্নানঘাটের সাধারণ মানুষের মনে এখন অন্য রকম আনন্দ। বাড়ির গেটের সামনে বাঁশ গেঁথে পতাকা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কি হামজার জন্য করা হয়েছে কিনা জানতে চাইলে গ্রামের মানুষরা বলেন, ‘অয় অয়।

হামজা আসবেন তার স্ত্রী এবং তিন সন্তান নিয়ে। তাদের জন্য বাবা দেওয়ান মোরশেদ ব্যস্ত। গতকাল বিকালে বাড়িতে গিয়ে দেখা যায়। লন্ডন প্রবাসী দেওয়ান মোরশেদ হামজার আগমন উপলক্ষ্যে পুরো বাড়ি নিরাপত্তা দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা করছেন। ওয়েল্ডিং মিস্ত্রি এনে লোহা দিয়ে ঝালিয়ে নিচ্ছেন ভাঙা অংশ। বড় বাড়ি। এতো দিন চার দিকে খোলামেলা ছিল।

কিন্তু হামজার পরিবারের আগমনে যেভাবে গ্রামের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে তাতে সাধারণ জীবন যাপন ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখছেন দেওয়ান মোরশেদ। ‘দেখুন হামজার স্ত্রী অলিভিয়া চৌধুরী এবং তাদের সন্তানরা কখনো বাংলাদেশে আসেনি। এবারই প্রথম আসছেন তারা। বাড়িতে আসবেন মাত্র এক দিনের জন্য। একটু ফ্রি চলাফেরা করতে গিয়ে যদি দেখেন বাড়ির উঠান ভরা কৌতুহলি মানুষ। তাহলে ওরা স্বস্তি পাবে না।

তিনি বলেন, আমাদের বাড়ির চারদিকটা ঘিরে দিয়েছি। যাতে কেউ চাইলেই যেন ফাঁক ফোকর দিয়ে প্রবেশ করতে না পারেন। শক্ত করে কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘হামজা আসছে আমার ছেলে হিসাবে। এখানে এসে ভালো না লাগলে মায়া না লাগলে আর আসবে না।

হামজা আসবেন বলে তার জন্য পুরো বাড়ি ঝাড়পোছ করা হচ্ছে। রঙের কাজ করা হয়েছে। ঘরের ভেতরে ফার্নিচার সব এলোমেলো হয়ে আছে, লেবার এনে সবকিছু সাজানো হচ্ছে। দেখে মনে হতে পারে যেন বিয়ে বাড়ির সাজে সেজে উঠছে। হামজার বাবা জানালেন পাশেই স্ত্রী অলিভিয়া ও সন্তানদের নিয়ে হামজা কোন রুমে থাকবেন।

হামজার স্ত্রী এবং তার তিন সন্তানের কথা বেশি গুরুত্ব দিচ্ছেন বাড়ির লোকজন। হামজার দুই ছেলে এক মেয়ে। লন্ডনের বাড়িতে প্রতিসপ্তাহে মিলাদ পড়েন তারা। দেওয়ান মোরশেদ জানান হামজা লন্ডনে কুরআন শিখেছেন। রোজা রাখেন, কিন্তু ম্যাচের দিন রোজা থাকেন না। অনুশীলনের দিন রাখেন। স্ত্রী অলিভিয়া হামজার সঙ্গে বিয়ের আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনিও কুরআন পাঠ করেন। এখন অনলাইনে সন্তানদের ইসলামের শিক্ষা দিচ্ছেন।

গ্রামের বাড়িতে এক দিনের জন্য আসবেন হামজা। ১৭ মার্চ সকালে সিলেট বিমানবন্দরে নামার কথা রয়েছে। ওখান থেকে ঢাকায় ফিরবেন ১৮ মার্চ সন্ধ্যায়। সেদিনই ঢাকায় ফিরে বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে হামজার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে।

ঐ সূত্রের দাবি হামজা একজন বড় মাপের ফুটবলার। ব্রিটিশ নাগরিক, তার স্ত্রী ব্রিটিশ নাগরিক, সন্তানরাও আসবেন, মা রাফিয়া চৌধুরীও ব্রিটিশ নাগরিক। তিনিও থাকবেন। বিষয়টি ঢাকার ব্রিটিশ হাইকমিশন গুরুত্ব দিয়ে দেখছে। তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

১৮ মার্চ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের সিডিউল পরিবর্তন হলে সিলেট থেকে ঢাকায় নেমে শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা সরাসরি বাংলাদেশ টিম হোটেলে উঠবেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে একটি সেশন থাকবে। প্লেয়ারদের সঙ্গে পরিচিতি পর্ব থাকবে।

হামজার পুরো পরিবার ভারতে যাবে খেলা দেখতে। সেভাবে পরিকল্পনা সাজানো হয়েছে।

২৫ মার্চ ম্যাচ খেলে বাংলাদেশে ফিরবেন হামজা ও তার পরিবার। এক দিন ঢাকায় অবস্থান করবেন। এ সময় তিনি কিছু সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। যদি ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ না হয়ে থাকে তাহলে ভারত থেকে ঢাকায় ফিরে সাক্ষাৎ করতে পারেন হামজা। সব অনুষ্ঠানিকতা নিয়ে হামজার মায়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করতে হচ্ছে। লন্ডন থেকে ঢাকায় ফিরে সব কথা প্রকাশ করবেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech